Events

Bangladeshi Community Association of Saskatchewan(BCAS) এর সাধারণ নির্বাচন 2023

 

Sep/20/2023

সম্মানিত BCAS সদস্যবৃন্দ, 

আমাদের শুভেচ্ছা নিন।

নির্বাচন কমিশনারগন নিজেদের মধ্যে আলোচনা করে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছেন;

ক. আগামী ৪ঠা নভেম্বর, ২০২৩ Bangladeshi Community Association of Saskatchewan(BCAS) এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

খ. Bangladeshi Community Association of Saskatchewan এর সংবিধান অনুযায়ী মনোনয়ন পত্র জমার শেষ দিন ৪ঠা অক্টোবর, ২০২৩ রাত ১১.৫৯।

গ. মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ই অক্টোবর, ২০২৩ রাত ১১.৫৯। 

৯টি পদে নির্বাচন হবে. পদগুলো হচ্ছে: 

1. প্রেসিডেন্ট

2. ভাইস-প্রেসিডেন্ট – কালচারাল অ্যাফেয়ার্স

3. জেনারেল সেক্রেটারি

4. সেক্রেটারি – ফাইন্যান্স এন্ড বাজেট

5. সেক্রেটারি – কালচারাল অ্যাফেয়ার্স

6. সেক্রেটারি – ফান্ড রেইজিং

7. সেক্রেটারি – স্পোর্টস এন্ড এন্টারটারটেনমেন্ট

8. সেক্রেটারি – মেম্বারশিপ এন্ড কমিউনিকেশনস

9. সেক্রেটারি – ইয়ুথ এন্ড চিলড্রেন এক্টিভিটিজ

আপনাদের সুবিধার জন্য মনোনয়ন পত্রের একটি কপি এখানে সংযুক্ত করা হল । এটি Bangladeshi Community Association of Saskatchewan (www.ourbcas.ca ) এর ওয়েবসাইটেও পাওয়া যাবে। 

মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে দুইভাবে –

ক. কোন নির্বাচন কমিশনারের  কাছে সরসরাসরি। সেক্ষেত্রে স্বাক্ষর তার সামনে করতে হবে এবং ছবিযুক্ত ID ( ড্রাইভার’স লাইসেন্স/পাসপোর্ট/PR card) প্রদর্শন করতে হবে।

খ. কোন নির্বাচন কমিশনারের কাছে ইমেইল করে. সেক্ষেত্রে স্বাক্ষরিত নোমিনেশন ফর্ম, ছবিযুক্ত ID ( ড্রাইভার’স লাইসেন্স/পাসপোর্ট/PR card)-র কপি স্ক্যান করে পাঠাতে হবে. কমিশনার আপনাকে প্রাপ্তি স্বীকার করে ইমেইল করবেন।

গ. শুধুমাত্র প্রেসিডেন্ট পদ প্রার্থীরা তাদের BCAS কমিটিতে সেবা প্রদানের/ভলান্টারীর বিবরণ আলাদা কাগজে লিখে সংযুক্ত করবেন। সেখানে নির্দিষ্ট সেবার সময়, সন, কাজের বিবরণ উল্লেখ করতে হবে. প্রয়োজনে নির্বাচন কমিশন আরো তথ্য চাইতে পারবেন।   

আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করি। আপনারা ভালো থাকুন।

 

Click to download Nominiation Form 2023

 

নির্বাচন কমিশনারগন 

এ কে এম আবদুল্লাহ, ৬৩৯ ৪৭১ ৩৮৪০

ইমেল: abdakm@yahoo.com

মোহাম্মদ মাহমুদুল হক, ৩০৬ ৯১৪ ৬৪৩৩

ইমেল: mahmud.cep@gmail.com

মুহাম্মদ মাহফুজুর রহমান, ৬৩৯ ৩১৮ ৬৬৫৪

ইমেল:  mahfuz474@gmail.com

দুইজন নির্বাচন কমিশনার নির্বাচন

সুপ্রিয় সাসকাটুনবাসী ভাই-বোন,

আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

গত ১৭ই সেপ্টেম্বর  ২০২৩ রবিবার সন্ধ্যা ৬.৩০টায় Confederation Inn, 3330 Fairlight Dr, Saskatoon-এবাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় (SGM) দুইজন নির্বাচনকমিশনার নির্বাচন করা হয়েছে। উপস্থিত সকলের সরাসরি ভোটে নির্বাচিত নির্বাচন কমিশনার হলেন- 

জনাব এ কে এম আবদুল্লাহ এবং জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। 

বিকাশের পক্ষ থেকে জনাব এ কে এম আবদুল্লাহ এবং জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান এর প্রতি রইল অনেক অভিনন্দনও শুভেচ্ছা। 

উল্লেখ্য, প্রাক্তন নির্বাচন কমিশনার জনাব হারুন উর রশীদ এবং জনাব সৈয়দ আলী ইউসুফ এর দুই বছর মেয়াদ শেষহওয়ার কারণে পদ দুটি শূন্য হয়।

অপর একজন নির্বাচন কমিশনার হলেন

জনাব মোহাম্মদ মাহমুদুল হক। 

উপস্থিত বিকাশের সম্মানিত সদস্যদের সভায় অংশগ্রহণের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। 

সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। 

মোহাম্মদ আজাদ

সভাপতি

বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান

৩০৬ ৮৩১ ০১০০

Language Monument (Shaheed Minar) and naming of Civic Properties project

Dear Community Members,

Good afternoon. You are already aware that the Bangladeshi Community Association of Saskatchewan has embarked upon two important projects.

The Executive Committee of BCAS proposes to form two sub-committees to facilitate the establishment of  Language Monument (Shaheed Minar) and naming of Civic Properties (such as, streets & parks). These two committees will stay in function and active until the project is complete. This is a long cherished dream of our Community!

 

The Special General Meeting (SGM) of BCAS at its meeting on September 17, 2023 in Saskatoon has unanimously approved the following:

 

  1. Language Monument Management Committee: (Up to Seven members)

The committee will initiate and manage discussion with the city officials to realize the projects. The mandate includes: hiring a professional project manager to run the project from design to construction, visit prospective sites with city officials, work with city architect and art director, prepare management and operation plan of the monument, consult the advisory committee, arrange community discussion and engagement for different steps of the project, and fundraising for project execution. They will register a Trust or Similar separate Identity and open a Bank Account.  It will also facilitate discussion with officials of the province of SK and Bangladesh High Commission of Ottawa for assistance as required.

Members are:

Chair: Professor Dr Khan Arif Wahid

Co- Chair: Mohammad Azad (BCAS President)

Member: Dr Muhammad Mostafa Kamal

Member: Zakir Hossain (Ex-President of BCAS)

Member: Eng. Pulak Das

Member: Shahidul Alam Khan (Ex-President of BCAS)

Member: BCAS President (if not Present)

 

Communication Protocol:

The Project Manager will be responsible to communicate regular project status updates to the management committee who will prepare a comprehensive report and the chairperson will convey the report to the advisory committee and other stakeholders, e.g. City of Saskatoon, BD High Commission and other respected sponsors.

 

  1. Language Monument Advisory Committee:

The committee will advise and assist the management committee in accomplishing the task. It will create community awareness and enhance community engagement about the project. The committee will be formed by qualified and respected individuals from different stakeholders in the BD community. It may also include individuals from non-BD community. The BCAS executive committee may request the Management Committee to include more members as needed in the future

Members are (Maximum 20, Minimum 5):

BCAS VP – 3

BCAS General Secretary -1

Accountant – 1

Reps from Business community -1

Reps from Saskatoon Bangla School – 1

Reps from Kids Activity School -1

Reps from USASK – 1

Reps from BSAUS -1

Elders from BD community -2

Reps from BD High Commission Ottawa -1

Non-BD community -1

Rep from City of Saskatoon -1

Rest BD Community

TBD – If Needed

 

 

Thank you very much

 

Regards

 

           Mohammad Azad,

           President, BCAS

             306 831 0100

SGM Announcement 2023

সুপ্রিয় সাসকাটুনবাসী ভাই-বোন,

 
আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।
 
আগামী ১৭ই সেপ্টেম্বর ২০২৩ রবিবার  সন্ধ্যা ৬.৩০ টায় বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান এক বিশেষ সাধারণ সভার (SGM) আয়োজন করতে যাচ্ছে।
 
সভার স্থান:
Confederation In
3330 Fairlight Dr, Saskatoon, SK S7M 3Y4
 
আলোচ্য বিষয়:
1. দুইজন নির্বাচন কমিশনার নির্বাচন।
2. BCAS Mode of Communication
3. Declaration of Shahid Minar (Language Monument) and naming of civic property sub-committees
 
বিকাশের সকল সম্মানিত সদস্যদের সভায় অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।
 
সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
 
মোহাম্মদ আজাদ
সভাপতি
বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান

৩০৬ ৮৩১ ০১০০

Date: Sep – 04- 2023

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

Events:

  • BCAS- Saskatoon Folkfest 2023 (Bangladesh Pavilion)
  • Venue: Brunskill School, Saskatoon
  • Date: 17th – 19th August 2023
ফোকফেস্ট ২০২৩ : স্টল বুকিং-এর জন্য আহ্বান
সুপ্রিয় ভাই ও বোনেরা,
আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, ফোকফেস্ট-২০২৩, আগামী ১৭, ১৮, ১৯ আগস্ট Brunskill School-এ অনুষ্ঠিত হবে।
ফোকফেস্ট হোলো সাস্কাটুনে বসবাসরত বিভিন্ন দেশ ও সংস্কৃতিধারী জনগোষ্ঠীর এক আনন্দঘন উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যময় জীবনধারাকে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে পারি। তা ছাড়া ফোকফেস্ট হোলো আমাদের দেশীয় হস্তশিল্প, গহনা, শাড়ি বা গার্মেন্টসের বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার একটি সুবর্ণ সুযোগ।
এখানে মেহেদী (হীনা) পরানো অথবা সাজগোজের জন্য মেকআপ স্টলও দিতে পারেন।
উক্ত ইভেন্টে যে কোনো ধরনের (খাবার ব্যাতীত ) পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের, সেবা প্রদানের এবং একটি স্টল বুক করে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
এ বিষয়ে আমাদের পক্ষ থেকে সর্বোত্তম পরিসেবার আশ্বাস দিচ্ছি এবং আপনার প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী ব্যক্তিগণকে স্টল বুকিং দিতে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ—
Salma Ismail Koli
Tel: (306) 241-1374
Joydip Das
Tel: (306) 501-7919
উল্লেখ্য, অগ্রাধিকার ভিত্তিতে স্টল বরাদ্ধ দেয়া হবে।
ধন্যবাদের সাথে
নাজমুন নাহার
চেয়ার, কমিউনিকেশন
বাংলাদেশ প্যাভিলিয়ন
Please register for Consular Services in Saskatoon- 2023 (Service Date: 17 – 18 June 2023)
Location: Confed Inn Saskatoon
 
সম্মানিত সাসকাটুনবাসী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কানাডায় নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হাইকমিশনারের পক্ষে মাননীয় কনস্যুলার জেনারেল এবং তাঁর প্রতিনিধিবৃন্দ কনস্যুলার সেবা প্রদানের জন্য সাসকাটুনে আসবেন বলে নিশ্চিত করেছেন।
কনস্যুলিং সেবার স্হান, সেবা গ্রহণের তারিখ এবং সময় যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
কনস্যুলিং সেবা গ্রহণের জন্য নিম্নোক্ত লিঙ্ক এ আপনার নাম এবং সেবার ধরন রেজিস্ট্রেশন করুন ।
ধন্যবাদান্তে,
BCAS এর কার্যকরী কমিটির পক্ষে
MD Saiduzzaman Talukder
General Secretary

শিশু-কিশোর বন্ধুরা

কেমন আছো তোমরা?

প্রস্তুতি নিচ্ছ তো চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার জন্য? যদি এ সম্বন্ধে ইমেইল কোনো কারণে চোখে না পড়ে বা ভুলে গিয়ে থাক তবে মনে করিয়ে দেয়ার দায়িত্ব আমার। 

আবারো জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ক শাখা

বয়স  : অনুর্ধ ১২

বিষয় : শহীদ মিনার

খ শাখা

বয়স : ১৩ হতে অনুর্ধ ১৮

বিষয় : ৫২’র ভাষা আন্দোল

*** আমরা আর্ট পেপার দেব, তোমরা পেন্সিল, রং-পেন্সিল ইত্যাদি সাথে নিয়ে আসবে।***

নাম পাঠাতে হবে ২১শে ফেব্রুয়ারির মধ্যে।

যোগাযোগ

নাজমুন নাহার

ইমেইল : nnm…@yahoo.com

ফোন : 306 715 4489

রচনা প্রতিযোগিতা

(বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই রচনা লেখা যাবে)

ক শাখা

বয়স : অনুর্ধ ১২

বিষয় : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (সর্বোচ্চ ৫০০ শব্দ) /International Mother Language Day (maximum 500 word)

খ শাখা

বয়স : ১৩ হতে অনুর্ধ ১৮

বিষয় : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (সর্বোচ্চ ১০০০ শব্দ)/International Mother Language Day (maximum 1000 word)

তোমরা যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও ২১শে ফেব্রুয়ারির মধ্যে রচনা হাতেলিখে পাঠাবে। 

যোগাযোগ :

সরাসরি বা মেইলে : 

মোহাম্মদ সাজ্জাদ

FEROZA FINANCIAL

UNIT 14 – 15 WOROBETZ PLC.

SASKATOON, SK S7L 6R4

ইমেইল :

তাহমিনা শাহীন

Shaheen…@yahoo.Com

মোবাইল : 306 261 5891

যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও অবশ্যই ২১শে ফেব্রুয়ারির মধ্যে নিজেদের নাম, বয়স এবং কোন বিষয়ে অংশগ্রহণ করতে চাও তা লিখে পাঠাবে।

ধন্যবাদান্তে

নাজমুন নাহার

সদস্য ও যোগাযোগ সচিব

বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান

প্রিয় সাসকাটুনবাসী,

মহান “শহীদ দিবস” এবং “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, ২০২৩ মঙ্গলবার সকাল ১১টায় সিভিক সেন্টার, সাসকাটুন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হবে।

এরপর শোভাযাত্রা শেষ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন সকলে।

আসুন আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি ৫২’র ভাষা শহীদদের।


ধন্যবাদান্তে

নাজমুন নাহার
সদস্য ও যোগাযোগ সচিব
বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান

সম্মানিত সাসকাটুনবাসী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৩-২৪ সাসকাটুন ফোকফেস্ট পরিচালনা পর্ষদের সম্মানীত পরিচালক হিসেবেজনাব শহিদুল আলম খান এবং মিসেস তাহমিনা শাহীন নির্বাচিত হয়েছেন।বিকাস কার্যকরী পরিষদের পক্ষ থেকে জনাবশহিদুল খান এবং মিসেস তাহমিনা শাহীনকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

আশা করি ২০২৩-২৪ সাসকাটুন ফোকফেস্ট পরিচালনা পর্ষদের সম্মানীত বোর্ড অব ডিরেক্টরস হিসেবে তাঁদের এই নির্বাচনবাংলাদেশি কমিউনিটির জন্য সুফল বয়ে আনবে।

জনাব শহিদুল খান এবং মিসেস তাহমিনা শাহীন কেবল বিকাস এবং ফোকফেস্টের উত্তরোত্তর সমৃদ্ধিতে অবদান রাখেননি, তাঁরা সাসকাটুনে বসবাসরত বহু বাংলাদেশীকে নীরবে নিভৃতে নানাভাবে সহযোগিতাও করে আসছেন।

বিকাসের পক্ষ থেকে উভয়ের মঙ্গল কামনা করছি।

image0.jpegimage1.jpeg

ধন্যবাদান্তে,

মোহাম্মদ আজাদ

সভাপতি

বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাসকাচুয়ান

৩০৬ ৮৩১ ০১০০

সাসকাটুনে শহীদ মিনার, রাস্তার নামকরণ এবং বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা

 

সম্মানিত সাসকাটুনবাসী, 

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সাসকাটুনে শহীদ মিনার তৈরি, রাস্তার নামকরণ এবং বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার জন্য His worship Charlie Clark, Mayor Saskatoon এর সাথে Bangladeshi Community Association of Saskatchewan (BCAS) এর বিশেষ প্রতিনিধি দলের একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় মেয়র আমাদের উপরেল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সহিত বিবেচনায় আনেন এবং এ বিষয়ে দ্রুত যথাযথ পদক্ষেপনেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন ও একটি ফলপ্রসূ সিদ্ধান্তে উপনীত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে।

BCAS প্রতিনিধি দলের সদস্যরা হলেন: 

  1. Dr Arif Wahid Khan – Professor of Computer Science, U of SK – Bangladesh Pavilion Manager-Folkfest 2023
  2. Dr M M Kamal – Ex Assistant Professor of Geography & Planning, U of SK, Ex Advisor of BCAS 
  3. Shahidul Khan- Ex President of BCAS & Board of Director of Saskatoon Folkfest & Advisor of BCAS
  4. Architect Pulak Das – Advisor of BCAS
  5. Rafiqul Islam – Vice President BCAS
  6. Nazmun Nahar – Secretary Membership & Communication BCAS 
  7. Mohammad Azad – President – BCAS

সকলের জন্য শুভ কামনা।

ধন্যবাদান্তে,

মোহাম্মদ আজাদ

সভাপতি

বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাসকাচুয়ান

৩০৬ ৮৩১ ০১০০

Events:

  • BCAS Annual Picnic 2022
  • Venue: Pike Lake Provincial Park, Date: 16th July 2022
 
  • SGM 2022 – Date: 22nd July, 2022
  • Place: Confederation Inn 3330 Fairlight Dr, Saskatoon, SK S7M 3Y4
  • BCAS- Saskatoon Folkfest 2022 (Bangladesh Pavilion)
  • Venue: Prairieland Park, Saskatoon
  • Date: 18th – 20th August 2022

BCAS AGM 2022: 

Dear Community Members,
Bangladeshi Community Association of Saskatchewan is going to have its Annual General Meeting on December 16, 2022 at Victory Church, 2802 Rusholme Road
Saskatoon, SK, S7L0H2, CANADA at 5:00 pm.
Those of you who have not yet renewed your membership, please do so soon.
The Agenda of the Annual General Meeting are:
1. Approval of the Agenda
2. Approval of the Minutes of last AGM
3. Reports:
a.Report of the President
b.Report of the VP Finance & Budget
c. Report of the VP Social Affairs
d. Report of the VP Cultural Affairs
e. Report of the General Secretary
f. Report of the Secretary Fundraising
g. Report of the Secretary Cultural Affairs
h.Report of the Secretary Membership and Communications
i. Report of the Secretary Youth and Children Activities
j. Report of the Secretary Women’s Affairs
4. Miscellaneous
Sincerely,
Mohammad Azad
President
BCAS
306 831 0100
 

Victory Day Celebration 2022: 

 
সুপ্রিয় সুধীবৃন্দ ,
মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসছে ১৬ই ডিসেম্বর ২০২২ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাস্কাচুয়ান (BCAS ) আয়োজিত বিজয় দিবস উৎযাপন অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।এবার আপনাদের আনন্দের সাথে জানাতে চাচ্ছি ,ঠিক বিজয় দিবসের দিনেই আমরা আমাদের ভালোবাসা ও শ্রদ্ধাৰ সাথে স্মরণ করবো সেই সব মুক্তিসেনাদের যারা আমাদের মাতৃভূমির জন্য প্রাণ দিয়ে গেছেন এবং যারা যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে।
বিজয়ের এই দিনটিকে উৎযাপনের জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এই উপলক্ষে ৯ই ও ১০ই ডিসেম্বর রিহার্সেলের আয়োজন করেছি। আপনারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন এবং রিহার্সেলের জন্য আসুন নীচের ঠিকানায়।
Feroza Financial
14-15 Worobetz Place
Close to Super store West ,Beside Royal Bank
শুভেচ্ছান্তে
রাহমাত মুনশী বকুল
অনুষ্ঠান সঞ্চালক ও সমন্বয়কারী
সুপ্রিয় সুধীবৃন্দ ,
মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসছে ১৬ই ডিসেম্বর ২০২২ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাস্কাচুয়ান (BCAS ) আয়োজিত বিজয় দিবস উৎযাপন অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।এবার আপনাদের আনন্দের সাথে জানাতে চাচ্ছি ,ঠিক বিজয় দিবসের দিনেই আমরা আমাদের ভালোবাসা ও শ্রদ্ধাৰ সাথে স্মরণ করবো সেই সব মুক্তিসেনাদের যারা আমাদের মাতৃভূমির জন্য প্রাণ দিয়ে গেছেন এবং যারা যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে।
বিজয়ের এই দিনটিকে উৎযাপনের জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এই উপলক্ষে আগামীকাল সন্ধে ৬টা ও ৯ই ও ১০ই ডিসেম্বর রিহার্সেলের আয়োজন করেছি। আপনারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন এবং রিহার্সেলের জন্য আসুন নীচের ঠিকানায়।
Feroza Financial
14-15 Worobetz Place
Close to Super store West ,Beside Royal Bank
শুভেচ্ছান্তে
রাহমাত মুনশী বকুল
অনুষ্ঠান সঞ্চালক ও সমন্বয়কারী
 
 
 
 

SGM 2022 Announcement(22nd July,2022):

 
সুপ্রিয় সাসকাটুনবাসী ভাই-বোন,
 
আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আগামী ২২ই জুলাই ২০২২ শুক্রবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান এক বিশেষ সাধারণ সভার (SGM) আয়োজন করতে যাচ্ছে।
 
সভার স্থান: Confederation Inn 3330 Fairlight Dr, Saskatoon, SK S7M 3Y4
 
আলোচ্য বিষয়: একজন নির্বাচন কমিশনার নির্বাচন।
 
বিকাশের সকল সম্মানিত সদস্যদের সভায় অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
 
মোহাম্মদ আজাদ
সভাপতি
বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান
৩০৬ ৮৩১ ০১০০
৩০৬ ৮৮০ ৪৬৭৪
 
  • SGM 2021- October 11, 2021

                                                                                                                             SGM Notice:

সুপ্রিয় সাসকাটুনবাসী ভাই-বোন

আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

আগামী ১১অক্টোবর, সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা বিকাশ (বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান) এর ভার্চুয়াল বিশেষ সাধারণ সভা(SGM) পূর্ব নির্ধারিত ৫ অক্টোবর পরিবর্তে অনুষ্ঠিত হবে।যথাসময়ে আপনাদের জুম লিঙ্ক জানানো হবে।

আলোচনার বিষয়
1. তিন জন নির্বাচন কমিশনার মনোনয়ন।
2. বাই ল (ধারা ১২.৩.৯.২ ও ১২.৩.৯.৩)সংশোধন ।
৩.নির্বাচনে প্রার্থিতার বিষয়ে নুতন ধারা সংযোজন।

বিকাশের সকল সম্মানিত সদস্যদের সভায় অংশ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।

শহিদুল আলম খান
সভাপতি
বিকাশ (বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান)

BCAS, an organization of pride, care and heritage of Bangladeshi people those who lives here in Saskatoon. It is a 12 year old organization and its reputation is very important for the existence of our community’s goodwill.  So on behalf of executive committee we are  proposing these two following amendments to keep the standards among candidates of any future elections in the important position such as the President of BCAS. These two amendments will help build trust in leadership in this organization from members of the community. 

1. Any candidate for President position will have to have a minimum of 2 years of proven experience working with BCAS for the community.

      Has to serve 2 years as an executive community member (continuous)

OR

      Has to serve as a member of a sub-committee, or volunteer in an activity appointed by the executive committee. 

2. Only those active members can ONLY vote in the election of those who become members  14 days prior to the election date. ( this will remove section 12.3.9.3 from existing by-laws)

Published on: 30-Sep-2021 @ 3:59

 
  • Emergency Special General Meeting 2021- October 30, 2021

                                                                                                                             SGM Notice:

Dear Community Members,

I have received resignation letters from two of our Election Commissioners, Mr. Rafijul Hoque and Mr. Mahamudur Rahman. Given the timeline for the upcoming BCAS Executive Committee Election, an emergency Special General Meeting is hereby called for Saturday, October 30th, 2021 at 8pm, to fill the vacancy by electing two Election Commissioners. It will be a zoom meeting. The link will be provided soon.


For your kind information in 2013, President Dr. Nurul Amin Chowdhury conducted the same procedure to fill up the Election Commissioner Position, while Mr. Abul Hossain resigned from the Election Commission.

Thanks a lot.

Sincerely

Shahidul Khan

President

BCAS

Published on: 27-Oct-2021

 
  • BCAS Election 2021- December 11, 2021

                                                                                                                             Election 2021 Notice:

সম্মানিত BCAS সদস্যবৃন্দ

আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন।

আপনারা জানেন আজকের SGM -এ দুজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনাররা একটি বৈঠকে মিলিত হয়ে পরবর্তী করণীয় সম্পর্কে একমত হয়েছেন।দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করাই আমাদের প্রধান দায়িত্ব।  সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন করা অবশ্যই সম্ভব। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সকলের সহযোগিতা পাবো। বৈঠকের সিদ্ধান্ত –

১. আগামী ১১ই ডিসেম্বর, ২০২১ BCAS-এর নির্বাচন অনুষ্ঠিত হবে.

২. ১৩ই নভেম্বর, ২০২১ মনোনয়ন পত্র জমার শেষদিন।

৩. ২৭শে নভেম্বর, ২০২১ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ( সব তারিখ inclusive )

এ সম্পর্কে আরো বিস্তারিত আপনারা অচিরেই জানতে পারবেন।আমরা নির্বাচনকে সফল করার জন্য সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি।সবাইকে শুভেচ্ছা।


সকলে ভাল থাকুন সুস্থ থাকুন।


শহিদুল আলম খান

সভাপতি

বিকাশ (বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান)

Published on: 31-Oct-2021

 
  • BCAS Election & AGM 2021- December 11, 2021
  • মহান বিজয় দিবস এবং বিকাশের যুগপূর্তি উৎসব – ডিসেম্বর ১৮, ২০২১। সন্ধ্যা ৬টা – রাত ৯টা।
 
 
 
 

Victory Day Celebration Program 2021 Announcement:

 
বিজয়ের আনন্দে উদ্ভাসিত হোক সবার জীবন
সম্মানিত সাসকাটুনবাসী
আসছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজ পতাকা এবং একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। সেই সাথে এ বছরই আমাদের সকলের প্রাণের সংগঠন “বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাসকাচুয়ান” ১২ বছর অর্থাৎ ১ যুগ পূর্ণ করলো।
স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে আগামী ১৮ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সাথে পালিত হবে বিকাশের যুগপূর্তি উৎসব।
স্থানঃ লেক ভিউ চার্চ
ডিসেম্বর ১৮, ২০২১। সন্ধ্যা ৬টা – রাত ৯টা।
যারা গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে চান তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও যোগাযোগ কর।
যোগাযোগ :
হ্যাপী দেব
306 914 2018
প্রীতম সেন
(306) 514-0631
নাজমুন নাহার
3067154489
ধন্যবাদান্তে
শহিদুল খান সেতার
সভাপতি
বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাসকাচুয়ান
 

                                                                                                                             AGM & Election 2021 Notice:

১১/২৮/২০২১

সম্মানিত BCAS সদস্যবৃন্দ

আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

আপনারা জানেন BCAS নির্বাচন –২০২১প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ছিল গতকাল ১১/২৭/২০২১ রাত ১২.০০ টা পর্যন্ত।  নির্বাচন কমিশন সমস্ত ‘মনোনয়ন প্রত্যাহার পত্র‘ পরীক্ষা করার পর যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে তা আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বশেষ প্রার্থী তালিকা নিম্নরূপ

                             পদ                                                                                     প্রাথী                                                                    সদস্য নং   

 

প্রেসিডেন্ট                                                                                            মোহাম্মদ আজাদ                                                  ০২৩৬ (লাইফ মেম্বার

                                                

ভাইসপ্রেসিডেন্ট –  (ফাইন্যান্স এন্ড বাজেট)                                  মোহাম্মদ ইয়াকুব সাদিক                                          ২২০০

 

ভাইসপ্রেসিডেন্ট –   (সোশ্যাল অ্যাফেয়ার্স)                                    মোঃ আরিফ হাসান                                                    ১০৬৮            

 

ভাইসপ্রেসিডেন্ট –  (কালচারাল অ্যাফেয়ার্স )                                হ্যাপি রানী দেব                                                            ২১২৩

 

জেনারেল সেক্রেটারি   –                                                                    মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার                          ২২০১

 

সেক্রেটারি –  (ফাইন্যান্স এন্ড বাজেট)                                             জামাল উদ্দিন                                                               ১১৫৩

                       

সেক্রেটারি – কালচারাল অ্যাফেয়ার্স                                                রিপন তালুকদার                                                           ১৬০৪

 

সেক্রেটারি – ফান্ড রেইজিং                                                               সব্যসাচী চৌধুরী                                                             ২০৬০                                           

                                                                     

সেক্রেটারি – স্পোর্টস এন্ড এন্টারটারটেনমেন্ট                              প্রিটেন বড়ুয়া                                                                ১৮৫২

 

সেক্রেটারি – মেম্বারশিপ এন্ড কমিউনিকেশনস                            নাজমুন নাহার                                                              ২৩০৫     

 

সেক্রেটারি – ইয়ুথ এন্ড চিলড্রেন এক্টিভিটিজ                                 রাজিয়া সুলতানা                                                           ০৩৭২

 

সেক্রেটারি – ওমেন্স অ্যাফেয়ার্স                                                       শামসুন নাহার                                                               ০৯৭৬

 

তালিকা অনুযায়ী বর্তমানে সবগুলো পদেই একজন করে প্রার্থী রয়েছেন। অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যেযেহেতু কোন পদেই কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই তাই তালিকার প্রার্থীরা সকলেই নিজ নিজ পদে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত গণ্য হবেন। কমিশন আরো সিদ্ধান্ত নিয়েছে যে এই অবস্থায় ১২/১১/২০২১ তারিখের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়া অনাবশ্যক এবং অর্থহীন। সুতরাং নির্বাচন কমিশণ ঘোষণা করছে যে পূর্বনির্ধারিত ১২/১১/২০২১ তারিখের ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে না। একই কারণে নির্বাচন কমিশন ওই দিনের Hall Booking- বাতিল করছে। তবে এটি মনে রাখা অত্যন্ত জরুরি যে নির্বাচন কমিশন ১১ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ সভায় যোগদান করবে এবং নির্বাচন২০২১ এর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সেটিই হবে নির্বাচিত প্রাথীদের আনুষ্ঠানিক স্বীকৃতি। 

প্রিয় সদস্যবৃন্দ আপনাদের সকলকে এই কার্যক্রমে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুননিরাপদে থাকুনসুস্থ থাকুন।  

 

নির্বাচন কমিশনারবৃন্দ –

নাজমুল খন্দকার

সৈয়দ আলী ইউসুফ

হারুনঅররশিদ  

# 8 – Dec – 2021

Dear Respected Community Members,

 

Bangladeshi Community Association of Saskatchewan is going to have its Annual General Meeting on December 11, 2021 at 7pm.

It will an online zoom meeting instead of previously announced hall.(Hall has been canceled by Election commission due to no election). We will send Zoom link to all members very soon.

 

 

AGENDA

 

1)   Call to the Order

2)   Approval of the Agenda

3)  Approval of the Minutes of the Annual General Meeting on December 29. 2020.

4)   Reports

a.   Report of the General Secretary

b.   Report of the VP Finance and Budget

5)   Approval of the 2020-2021 Financial Statement

c.   Report of the VP Social Affairs

d.   Report of the VP Cultural Affairs

e.   Report of the President 

6)  Miscellaneous

7)  Election 2021 result – Declaration by Election Commission 

    Adjournment

With the best regards

On behalf of BCAS executive committee 

Shahidul Khan

President BCAS

# 12 – Dec – 2021

সুপ্রিয় বিকাশের সদস্য বৃন্দ

আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

আপনারা ইতিমধ্যেই জেনেছেন ডিসেম্বর ১১, ২০২১ শনিবার
সন্ধ্যা ৭টায় বিকাশ (বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন
অব সাসকাচোয়ান) এর ভার্চুয়াল সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে।
যারা সদস্যপদ নবায়ন করেছেন তাদের ইমেলে জুম লিঙ্ক জানানো হয়েছে।যদি কেও লিন্ক না পেয়ে থাকেন দয়াকরে যোগাযোগ করুন

MD Saiduzzaman Talukder,
(306) 203-3669
md.ta…@usask.ca ,
Secretary of membership & communication,
BCAS.
আপনাদের সভায় অংশ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।

শহিদুল আলম খান
সভাপতি
বিকাশ (বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান)

 
  • BCAS Election & AGM 2021- December 11, 2021
  • মহান বিজয় দিবস এবং বিকাশের যুগপূর্তি উৎসব – ডিসেম্বর ১৮, ২০২১। সন্ধ্যা ৬টা – রাত ৯টা।
 
 
 
 

Victory Day Celebration Program 2021 Announcement:

 
বিজয়ের আনন্দে উদ্ভাসিত হোক সবার জীবন
সম্মানিত সাসকাটুনবাসী
আসছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজ পতাকা এবং একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। সেই সাথে এ বছরই আমাদের সকলের প্রাণের সংগঠন “বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাসকাচুয়ান” ১২ বছর অর্থাৎ ১ যুগ পূর্ণ করলো।
স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে আগামী ১৮ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সাথে পালিত হবে বিকাশের যুগপূর্তি উৎসব।
স্থানঃ লেক ভিউ চার্চ
ডিসেম্বর ১৮, ২০২১। সন্ধ্যা ৬টা – রাত ৯টা।
যারা গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে চান তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও যোগাযোগ কর।
যোগাযোগ :
হ্যাপী দেব
306 914 2018
প্রীতম সেন
(306) 514-0631
নাজমুন নাহার
3067154489
ধন্যবাদান্তে
শহিদুল খান সেতার
সভাপতি
বাংলাদেশী কমিউনিটি এ্যসোসিয়েশন অব সাসকাচুয়ান
 

                                                                                                             নব নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর:

12/13/2021

সম্মানিত BCAS সদস্যবৃন্দ
আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন।
অত্যন্ত আন্তরিক পরিবেশে আজ সোমবার, ১৩ডিসেম্বর সন্ধ্যায় বিকাশের বর্তমান কার্যকরি পরিষদ নব নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে উভয় পরিষদের সদস্যরা সহ নির্বাচন কমিশনার বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উভয় পরিষদ আগামি দিন গুলোতে একসাথে কমিউনিটির জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নব নির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ আজাদ সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সকলে ভাল থাকুন সুস্থ থাকুন।
ধন্যবাদান্তে
শহিদুল আলম খান
সভাপতি (প্রাক্তন )
বিকাশ (বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন অব সাসকাচোয়ান)
 
  • জাতীয় পতাকা উত্তোলন  – ২১ ফেব্রুয়ারী, ২০২২, সোমবার,  সকাল ১১:৩০ ঘটিকা 
  •  স্থান: সাস্কাটুন সিটি হল প্রাঙ্গন
  • একুশের বিশেষ অনুষ্ঠান  – ২৬ ফেব্রুয়ারী, ২০২২, শনিবার , সময়: সন্ধ্যা ৫ টা – রাত ১০ টা
  • স্থান: Royal Canadian Legion Hall,
    606 Spadina Crescent West, Saskatoon, SK, S7M1P1.
 
 
 
 

International Mother Language Day Program 2022 Announcement:

 
সুপ্রিয় সাসকাটুনবাসী,
আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা অবগত আছেন, আগামী ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
 
মাতৃভাষারজন্য ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের ত্যাগ ও সাহসিকতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ওই দিন সকাল ১১:৩০ টায় সিটি হলের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হবে এবংএর পরপরই উপস্থিত সকলে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়া আগামী ২৬শে ফেব্রুয়ারি শনিবার আমাদের স্হানীয় শিল্পী, BSAUS, সাসকাটুন বাংলা স্কুল ও বহুজাতিক সংগঠনগুলোর অংশগ্রহণে পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
স্হান: Royal Canadian Legion Hall,
606 Spadina Crescent West, Saskatoon, SK, S7M1P1.
তারিখঃ শনিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২২
সময়ঃ সন্ধ্যা ৫টা – রাত ১০টা
 
  • যারা গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে চান তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
যোগাযোগ :
  • হ্যাপী দেব
  • 306 914 2018
  • রিপন তালুকদার
  • 306 715 0371
  • শাহরীমা জান্নাত ঐশী
  • sjoishwee@gmail.com
  • Coordinator: রহমত মুন্সী (বকুল)
  • 306 880-0089

এ ছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন, একুশের ছড়া/কবিতা পাঠ এবং রচনা প্রতিযোগিতা।

শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়—
  • ক শাখা: বয়স অনুর্ধ ১২: শহীদ মিনার
  • খ শাখা: বয়স ১৩ হতে অনুর্ধ ১৮: ৫২’র ভাষা আন্দোলন
আবৃত্তি প্রতিযোগিতার বিষয়:
  • ক শাখা: বয়স অনুর্ধ ১২: চেতনায় একুশ
  • খ শাখা: বয়স ১৩ হতে অনুর্ধ ১৮: চেতনায় একুশ
যারা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চাও অবশ্যই ২১শে ফেব্রুয়ারির মধ্যে নিজেদের নাম, বয়স এবং কোন বিষয়েঅংশগ্রহণ করতে চাও লিখে পাঠাও।
আবৃত্তি:
  • এমডি সাইদুজ্জামান তালুকদার
  • ইমেইল : ovi01681730008@gmail.com
  • ফোন : 306 203 3669
  • দেবাশীষ চক্রবর্তী
  • ইমেইল : joydebaa@gmail.com
  • ফোন : 306 914 6212
চিত্রাঙ্কন:
  • নাজমুন নাহার
  • ইমেইল : nnmilly@yahoo.com
  • ফোন : 306 715 4489
  • মোহাম্মদ তাহমিদুর রশীদ
  • ইমেইল : rashidthamidur@gmail.com
  • ফোন : 306 261 5188

রচনা প্রতিযোগিতার বিষয়:

(বাংলা/ইংরেজি যে কোনো ভাষাতেই রচনা লেখা যাবে)
  • ক শাখা: বয়স অনুর্ধ ১২: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/International Mother Language Day (maximum 500 word)
  • খ শাখা: বয়স ১৩ হতে অনুর্ধ ১৮: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/International Mother Language Day (maximum 1000 word)
যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও ২১শে ফেব্রুয়ারির মধ্যে রচনা হাতে লিখে পাঠাবে।
যোগাযোগ :
রচনা প্রতিযোগিতা
  • আরিফ হাসান
  • ইমেইল : arif_hasan011@yahoo.com
  • ফোন : 306 881-9055
  • মুসতাক আহমেদ
  • ইমেইল : mustaq.ahmad@usask.ca
  • ফোন : 306 230 3876
আপনারা যারা কাপড়, জুয়েলারি, খাবার এবং পিঠার স্টল দিতে আগ্রহী তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধজানানো যাচ্ছে।
  • সব্যসাচী চৌধুরী
  • 639 317-9915
  • নাজমুন নাহার
  • 306 715 4489
  • রাজিয়া সুলতানা
  • 306 850 6670
আপনারা যারা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে চান তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
  • ইয়াকুব সাদিক
  • 639 916-2921
  • জামাল উদ্দীন
  • 306 514-3628
  • পিৃটেন বডুয়া
  • 306 203-3632
এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।আপনারা সবাই ভালো থাকবেন।
বিঃ দ্রষ্টব্যঃ প্রাদেশিক কোভিড ১৯ প্রটোকল follow করা হবে।
ধন্যবাদান্তে
BCAS এর কার্যকরী কমিটির পক্ষে
মোহাম্মদ আজাদ
সভাপতি
৩০৬ ৮৮০ ৪৬৭৪

২১ ফেব্রুয়ারী, ২০২২, সোমবার

একুশের বিশেষ অনুষ্ঠান